মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫ || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকাল ১১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, ওই গ্রামের শফিউল্লাহ মাঝি, তার স্ত্রী মনেরা বেগম, ছেলে মো: জসিম, জসিমের স্ত্রী মিনারা ও বোন পারভীন। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা জানায়, শফিউল্লাহ মাঝির সাথে একই গ্রামের মোঃ হোসেন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে শফিউল্লাহ মাঝি গংরা, আদালতে মামলা করলে উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন আদালত। তবে রবিবার সকালে ওই জমিতে ঘাস যান শফিউল্লাহ মাঝির ছেলে মোঃ জসিম। এসময় মোঃ হোসেন, তার ছেলে আবুল কালাম, নাতি নয়নসহ আরও কয়েকজন মিলে জসিমের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জসিম কে বাঁচাতে তার বোন পারভীন এগিয়ে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করে হামলাকারীরা।
এদিকে শফিউল্লাহ মাঝি গংদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে নিজেই হামলার শিকার হয়েছেন বলে জানান আবুল কালাম।
রবিবার সকালে লালমোহন থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই দীপক বলেন, রবিবার সকালে উভয় পক্ষই থানায় এসেছিল। তবে কোনও পক্ষই লিখিত অভিযোগ করেনি।