সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ফ্রীতে টিভি না দেয়ায় মনোনয়ন বঞ্চিত করার অভিযোগ || লালমোহন বিডিনিউজ
ফ্রীতে টিভি না দেয়ায় মনোনয়ন বঞ্চিত করার অভিযোগ || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলার আহবায়ক কে ফ্রীতে টেলিভিশন (টিভি) না দেয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন নুরুন্নবী সুমন নামে এক মনোনয়ন প্রত্যাশী।
সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি। নুরুন্নবী সুমন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ভোলা জেলা কমিটির সদস্য সচিব ও লালমোহন উপজেলা শাখার সভাপতি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে মনোনয়ন বিক্রি করে দেয়ার অভিযোগ তুলেছেন নুরুন্নবী সুমন।
লাইভে তিনি বলেন, তাঁর নিজের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান লালমোহন ইলেকট্রনিকস থেকে ফ্রীতে তিনটি টেলিভিশন নিতে লোক পাঠান জাতীয় পার্টির জেলা কমিটির আহবায়ক। ফ্রীতে টেলিভিশন না দেয়ায় মনোনয়ন আরেক প্রার্থীর কাছে বিক্রি করে দিয়েছেন মিজানুর রহমান।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমান বলেন, মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত দেন কেন্দ্রীয় কমিটি। সেখানে আমার কোনো হাত নেই।