
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা কৃষকের ভাগ্য পরিবর্তনে সফল - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা কৃষকের ভাগ্য পরিবর্তনে সফল - এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
আরশাদ মামুন, লালমোহন বিডিনিউজ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, কৃষিবান্ধব প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার সরকার কৃষকদের ভাগ্য পরিবর্তনে সফলতার সাথে কাজ করছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জনগনের ভাগ্য পরিবর্তন হয়।
২৯ এপ্রিল রবিবার সকালে উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ২০২৩/২৪ অর্থবছরে খরিফ-১ আউস ও পাট উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন আরো বলেন, বিএনপির শাসনামলে সারের জন্য কৃষকের ওপর নির্মমভাবে গুলিবর্ষণ করা হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় কৃষি প্রণোদনা কৃষকের দৌড় গোড়ায় পৌছে দেওয়া হচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ পথে এগিয়ে যাচ্ছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আমিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাসনাইন আহমেদ, সহকারী কমিশনার ভূমি এহসানুল হক শিপন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী দিদারুল ইসলাম অরুন, সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন,পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন,ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ,বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ মেলকার প্রমুখ উপস্থিত ছিলেন।