শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
লালমোহনে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে এক কেজি গাঁজাসহ মোঃ জান্টু ও আবদুর রহমান নামে দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা টু কালিরটেক সড়ক থেকে তাদেরকে আটক করা হয়। মোঃ জান্টু লালমোহন পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড নয়ানীগ্রামের শাহাজান মিয়ার ছেলে ও আবদুর রহমান একই এলাকার মোঃ কালুর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মোঃ ইউসুফ, এসআই মোঃ নাঈমসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজার থেকে কালিরটেক বাজারে যাওয়ার সড়ক থেকে জান্টু ও তার সহযোগী আবদুর রহমান কে আটক করে। এসময় তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, আটক জান্টু ও আবদুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জান্টু এর আগেও চার কেজি গাঁজাসহ আটক হয়েছিল। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। আগামীকাল (রোববার) সকালে তাদের কে আদালতে প্রেরণ করা হবে।