রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-৩ আসনে আবারও নৌকা মাঝি শাওন।।লালমোহন বিডিনিউজ
ভোলা-৩ আসনে আবারও নৌকা মাঝি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের চুড়ান্ত মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এনিয়ে চতূর্থবারের মতো নৌকার মাঝি হলেন শাওন।
রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নৌকা প্রতীকের চুড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে নুরুন্নবী চৌধুরী শাওন কে চতুর্থবারের মতো নৌকা প্রতীকে মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে ২০১০ সালের ২৪ এপ্রিল ভোলা-৩ আসনের উপনির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হন নুরুন্নবী চৌধুরী শাওন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকার মাঝি ছিলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চতূর্থবারের মতো নৌকা পেলেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ।