শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | খুলনা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » নড়াইলে লুটপাটের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত।।লালমোহন বিডিনিউজ
নড়াইলে লুটপাটের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নড়াইল প্রতিনিধি : বিভিন্ন প্রকল্পের টাকা জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারি সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সেখানে তার বিরুদ্ধে এলজিএসপি-৩ প্রকল্পের ডিএফের স্বাক্ষর ও সীল জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি।