বুধবার, ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সিএনজি থামিয়ে ছিনতাই, চালককে মারধরের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে সিএনজি থামিয়ে ছিনতাই, চালককে মারধরের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলা টু লালমোহন সড়কে প্রতিনিয়ত যাত্রিবাহি সিএনজি আটক করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তারই ধারাবাহিকতায় আজ (বুধবার) দুপুরে লালমােহন উপজেলার ডাওরি বাজার এলাকায় সিএনজি আটকপূর্বক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) বিকেলে আরিফ নামের এক সিএনজি চালক বাদি হয়ে হাসান, নাগর ও বিপ্লব নামের ৩জনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভোলা থেকে যাত্রি নিয়ে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা দেয় সিএনজি চালক আরিফ। পথিমধ্যে ডাওরী বাজার এলাকায় নাগর ও হাসান নামের দুই ছিনতাইকারী সিএনজি দ্বার করিয়ে চালককে মারধর করে এবং তার পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। এদিকে সিএনজিতে থাকা যাত্রীরা ভয়ে পালিয়ে যায়। এসময় আরও টাকা দাবি করে আরিফের সিএনজিটি ও আটক করে রাখে দুর্বৃত্তরা।
পরে লালমোহন থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি উদ্ধার করে।
এ ব্যাপারে লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিএনজি উদ্ধার করি এবং এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) ফয়সালা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
এদিকে ছিনতাইয়ে অভিযুক্ত নাগরের কাছে জানতে চাইলে নিজেকে ভোলা বাস মালিক সমিতির কর্মচারী দাবি করে জানান, এ রুটে সিএনজি চলাচল নিষেধ। তাই ভোলা বাস মালিক সমিতির নির্দেশে সিএনজি থেকে যাত্রি নামিয়ে দিয়ে ফেরত পাঠিয়ে দিই। এসময় তিনি প্রশাসনের লোক কিনা জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি।
এদিকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত হাসান ডাওরি বাজারে সন্তানদের সামনে পিতাকে উলঙ্গ করে নির্যাতনের আলোচিত ঘটনায় জেল খাটা আসামী হিসেবে নিজেকে জাহির করে সিএনজি চালকদের হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে।
সিএনজি চালকরা জানান, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সিএনজি ক্রয় করে তা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তারা। মহামারি করোনাকালীন সময়ে সারাদেশ যখন অর্থনৈতিকভাবে স্থবির, তখন পেটের তাগিদে রাস্তায় নামা সিএনজি থামিয়ে চালকদের সর্বস্ব লুটে নেয় বাস মালিক সমিতির কর্মচারী পরিচয়দানকারী এসব ছিনতাইকারীরা।
এমন ঘটনা থেকে তাদের কে রক্ষা করে মহামারীর এ সময়ে পরিবার পরিজনসহ নিজেদের জীবিকা নির্বাহের জন্য প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী সিএনজি চালকরা।