সোমবার, ৪ মে ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে পদার্থ বিজ্ঞান ও ব্যাবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা পরীক্ষায় বিক্ষুব্ধ ছাত্রদের মহিলা কলেজ কেন্দ্রে হামলা ও ভাংচুর
চরফ্যাশনে পদার্থ বিজ্ঞান ও ব্যাবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা পরীক্ষায় বিক্ষুব্ধ ছাত্রদের মহিলা কলেজ কেন্দ্রে হামলা ও ভাংচুর
লালমোহন বিডি নিউজ: ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে কেন্দ্রে কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র সচিবদের প্রতিনিয়ত অতিরঞ্জিততার কারনে পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠছে। কেন্দ্র সচিব আইন ও নীতীর তোয়াক্কা না করে কিভাবে পরীক্ষার্থীদের ফেল করানো যাবে তার এজেন্ডা বাস্তবায়নে উঠে পরে লেগেছে। তার প্রতিহিংসার স্বীকার হচ্ছে প্রায় ২ হাজারের অধিক পরীক্ষার্থী।গতকাল সোমবার চরফ্যাশন সরকারী কলেজের শিক্ষার্থীরা পদার্থ বিজ্ঞান ও ব্যাবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা পরীক্ষায় কেন্দ্র সচিব ও ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হোসেনের নিদের্শে কক্ষ পরিদর্শকরা বিভিন্ন কক্ষে কোন কারন ছাড়াই হয়রানী করে। পরীক্ষা শেষে বিক্ষুব্ধ ছাত্র ও তাদের অভিবাবকরা কলেজে হামলা করে ।
এদিকে কেন্দ্র সচিব ও ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মোঃ হোসেন লালমোহন বিডি নিউজের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, সোমবারের পদার্থ বিজ্ঞান ও ব্যাবসায়ে সংগঠন ও ব্যাবস্থাপনা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না দেয়ায় ছাত্রলীগের নেতৃত্বে পরীক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কক্ষ, অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন সহ ৮টি কক্ষ ভাঙচুর করেছে । হামলা ও ভাংচুরের সময় চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমান ও চরফ্যাশন থানা পুলিশের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও তারা ছিলেন নির্বিকার বলে তিনি প্রতিবেদককে জানান।।
অন্যদিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমন ফোনে বলেন,কলেজ অধ্যক্ষের অতিরঞ্জিত ও অব্যাস্থাপনার কারনে বিক্ষুব্ধ পরীক্ষার্থী ও তাদের অভিবাকরা কলেজে হামলা ও ভাংচুর করে। ছাত্রলীগের কোন নেতাকর্মী এ হামলার সাথে জড়িত থাকার প্রশ্নই আসেনা। এদিকে ভুক্তভোগী সাধারন পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্র অন্যত্র সড়িয়ে নিতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন।