বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
লালমোহনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধূ। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী সুফিয়ান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই গৃহবধূ কে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
বৃহস্পতিবার সকালে লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ড ওসিমুদ্দিন হাওলাদার বাড়ির মোহাম্মদ মোস্তফার ছেলে সুফিয়ানের সাথে পৌরসভা এগারো নাম্বার ওয়ার্ডের বাসিন্দা শফিজলের মেয়ের বিবাহ হয়। সুফিয়ান একটি ক্রোকারিজ কোম্পানির গাড়ির ড্রাইভার। স্ত্রীকে নিয়ে পৌরসভার এক নাম্বার ওয়ার্ডে মফিজ মিয়ার বাসায় ভাড়া থাকতেন তিনি।
সুফিয়ান জানান, সকালে বাসার পাশেই কোম্পানির মালামাল লোড করছিলেন। এমন সময় বাসার জানালার দিকে নজর গেলে ঘরের আঢ়ার সাথে ওড়না পেঁচিয়ে স্ত্রীকে গলায় ফাঁস দিতে দেখেন। পরে সহযোগী সোহেলসহ ঘরের দরজা ভেঙে স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে কেনো সে আত্মহত্যার চেষ্টা করেছে, এ বিষয়ে জানা নেই বলে জানান সুফিয়ান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। গৃহবধূর উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।