বুধবার, ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ফটোগ্যালারী | বিনোদন | বিবিধ | শিরোনাম | সর্বশেষ » এবারের পূজা লুকোচুরি করেই হবে : অপু বিশ্বাস।।লালমোহন বিডিনিউজ
এবারের পূজা লুকোচুরি করেই হবে : অপু বিশ্বাস।।লালমোহন বিডিনিউজ
বিনোদন : পূজা মানেই উৎসব আর আনন্দের ঘনঘটা। ছোট ছোট অনেক ঘটনাই বাড়িয়ে দেয় সেই উৎসব আর আনন্দের পরিসর। সাধারণ মানুষের মতো তারকাদের জীবনেও এমন অনেক ছোট ঘটনা থাকে, যা অনেক বড় সুখস্মৃতি। পূজাকে ঘিরে এমন কিছু গোপন কথা বলেছেন তারকারা। শৈশবের গল্প জানালেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
লুকিয়ে অনেকবারই নাড়ু সাবাড় করেছি। অবশ্য দুর্গাপূজায় এই নাড়ু খাওয়াটা হয় না। অনেক সময় অন্যকে দেওয়া প্রসাদও খেয়ে ফেলেছি। সবই হয় লুকিয়ে। এবার যেমন লুকিয়ে দু’দিনের জন্য কলকাতায় এলাম। এখনো আছি সেখানে।
সঙ্গে আমার পুচকেটা (আব্রাহাম খান জয়) আছে। সে আগে এত ঢাকের শব্দ এভাবে শোনেনি। ঢাক দেখলে সে কাঠি নিয়ে উল্টোপাল্টা বাজাতে থাকে। কিন্তু আমার ভালো লাগে যে, সে সবকিছু উপভোগ করছে।
ভেবেছিলাম লুকিয়েই থাকব, নিজের মতো করে দু’দিন কাটাব। সে উপায় তো আর দেখছি না। কাল ঠিক অঞ্জলি দিতে যাব। দু-একটা মিডিয়া টের পেয়ে গেছে। তবে এবারে পূজাটা এভাবে লুকোচুরি করেই হবে।