শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মাউশি’র বিড়ম্বনা ,মনপুরায় অবসর ভাতা ভোগ করার পূর্বে মৃত্যুর স্বাদ নিলেন মুক্তিযোদ্ধা এক শিক্ষক
মাউশি’র বিড়ম্বনা ,মনপুরায় অবসর ভাতা ভোগ করার পূর্বে মৃত্যুর স্বাদ নিলেন মুক্তিযোদ্ধা এক শিক্ষক
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা : মোঃ বেলায়াত হোসেন (৬১)। হাজিরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মুক্তিযোদ্ধা। গত ২৪ ফেব্রুয়ারী শিক্ষকতার মহান পেশা থেকে অবসর গ্রহন করেন। অবসর গ্রহন করার প্রায় ৮ মাস অতিবাহিত হলেও মাউসির বিড়ম্বনায় ভোগ করতে পারেনি কল্যাণ ট্রাস্ট্রের টাকা সহ অবসর ভাতা। দেশ মাতৃকারটানে রনাঙ্গনে যুদ্ধ করেছেন এই অকুতোভয় বীর সেনানী।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার হার্ড ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুম মুক্তিযোদ্ধা শিক্ষকের প্রথম জানাযা বাদ জোহর ঢাকার শ্যামলীর শাহী জামে মসজিদে অনুষ্টিত হওয়ার পর লঞ্চযোগে মনপুরায় আনা হবে। পরে শুক্রবার সকাল ১০ টায় মনপুরার চৌধুরী বাজার জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
মরহুম মুক্তিযোদ্ধা শিক্ষকের মৃত্যুতে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মিসেস শেলিনা আক্তার চৌধুরী, সম্পাদক সহকারি অধ্যাপক একেএম শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা সাংসদের ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, সাবেক কমান্ডার আবদুল লতিফ ভূইয়া, মনপুরা শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক আমিমুল ইহসান, প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নের্তৃবৃন্ধরা।