মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় মৎস্য অভিযানে ২ নৌকাসহ ১২ জেলে আটক, জেল জরিমানা
মনপুরায় মৎস্য অভিযানে ২ নৌকাসহ ১২ জেলে আটক, জেল জরিমানা
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা : ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকার করায় অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে মনপুরা সংলগ্ন মেঘনায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ নৌকা ও ১০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।পরে ৪ অক্টোবর রবিবার সকাল ১১ টায় আটককৃত ১২ জেলেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মন্নান ও অজিত দেব এর পৃথক পৃথক মোবাইল কোর্টে হাজির করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনের ১৯৫০ এর ৩ ধারায় দন্ডবিধির ‘ঘ’ ও ‘চ’ এর উপধারায় ৮ জেলেকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, মনপুরা উপজেলার ৪ নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর মাঝী (২৫), মোঃ জাকির হোসেন (২৮), মোঃ কাদির মাঝী (২৮)। চরফ্যাশন উপজেলার মোঃ বেলাল মাঝী (৩২), আঃ কাদের (২৪), আঃ কুদ্দুছ (৩০), মোঃ আব্বাছ (২৩), মোঃ ইসমাইল(২০)।
তবে এদের মধ্যে চরফ্যাশন উপজেলার মোঃ ছাইফুল ইসলাম, মনপুরা উপজেলার জুয়েল, মাকছুদ ও মামুন রয়স কম হওয়ায় তাদের কোন সাস্তির বিধান ছাড়াই খালাশ দেয়া হয়।