মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে লালমোহনে মানববন্ধন ও র্যালী।। লালমোহন বিডিনিউজ
১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে লালমোহনে মানববন্ধন ও র্যালী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি॥ ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবিতে ভোলার লালমোহনে মাববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় লালমোহন প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। পরে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি।
উল্লেখ্য, ১৯৭০ সালের ১২ই নভেম্বর দ্বীপজেলা ভোলার উপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ে ল-ভন্ড হয়ে যায় পুরো দ্বীপ। “ভোলা সাইক্লোন” নামের ওই ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় প্রায় ৬ লক্ষ মানুষ। তাই এ দিনটি কে ¯¥রণীয় করে রাখতে “উপকূল দিবস” ঘোষণার দাবি জানিয়ে আসছে দ্বীপ জেলা ভোলাবাসী।