বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ঈদে নতুন জামার আবদার পূরণ হয়না ওদের - ধনী ব্যক্তিদের আহবান জানান জেলে সমিতির নেতারা
ঈদে নতুন জামার আবদার পূরণ হয়না ওদের - ধনী ব্যক্তিদের আহবান জানান জেলে সমিতির নেতারা
ভোলা সংবাদদাতা : সামনে ঈদ। সারা দেশে বইছে ঈদের আনন্দ। নতুন পাঞ্জাবী, বজ্রমালা, কিরণমালা, খুশি, সারারা পোষাক কিনে পরিবার পরিজন নিয়ে সবাই ঈদের আনন্দে ব্যতিব্যস্ত। এদিকে মেঘনা পাড়ে ২০ সহস্রাধিক জেলে পরিবারে বেঁচে থাকার সংগ্রামে ব্যতিব্যস্ত।
ভরা মৌসুমে মেঘনায় মিলছেনা ইলিশ। মহাজনদের কাছ থেকে চড়া সুদে ও আড়তদারদের থেকে দাদন নিয়ে জেলেরা ইলিশ শিকারে নদীতে মাছ ধরতে গেলেও ফিরছে খালি হাতে। এতে ভোলার মনপুরা উপকূলের প্রায় ২০ সহস্রাধিক জেলে পরিবারে ফিকে হতে বসেছে এইবারের ঈদের আনন্দ।
এইবারে ঈদে নতুন জামার আশায় দিনগুনছে জেলে পল্লীর শিশু নাজমা, নুরআলম, শাহীন, কবির, আলমগীর, আল-আমিন, জান্নাত, শিমা, খাদিজা, ইব্রাহীম। উপজেলার জেলে পল্লীর সকল শিশুদের আকুতি এবার আসবে নতুন জামা।
রমযান কোনমতে পার করলেও ঈদ নিয়ে শংকিত জেলেরা। এই ঈদে সন্তানদের নতুন জামা ও সেমাই কিনার আকুতি কিভাবে পূরণ করবে সেই চিন্তায় বিভোর জেলে আবদুর রব মাঝি, মালেক মাঝি, কবির মাঝি সহ অসংখ্য জেলেদের।
সরেজমিনে হাজিরহাট, রামনেওয়াজ ও দক্ষিণ সাকুচিয়া জেলে পরিবারে গিয়ে দেখা যায়, একমুঠো খেয়ে বেঁচে থাকার সংগ্রাম করছেন। সামনে ঈদের প্রস্তুতি নেই বললে চলে। প্রায় সব জেলে পরিবারে ইফতারের জন্য রান্না হচ্ছে ভাত। একবেলার রান্না করা ভাত দিয়েই পরিবারগুলো ইফতার ও সেহেরী সারবেন।
জেলে পরিবারের গৃহিণী শেপু বেগম, জমিলা, আসমা, সুফিয়াদের ঈদের প্রস্তুতি সর্ম্পকে জানতে চাইলে বলেন, নুন আনতে পানতা পুরায় যাদের, তাদের আবার ঈদের প্রস্তুতি।
এইবারের ঈদে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান জেলে সমিতির নেতারা।