বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে “স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-১৮ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে লালমোহন উপজেলা চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে।
দিবসের শুরুতে ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সাংসদ আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ’র নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করেন।
পরে নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।
সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার প্রমুখ।
পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ও নির্বাহি কর্মকর্তা।
উল্লেখ্য-জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে আগামী ২৬ জুলাই উপজেলা পরিষদ চত্বরে প্রতিযোগিতামূলক এক মৎস্য মেলার আয়োজন করবে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।