মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » মেয়েদের উচ্চ-শিক্ষিত করার লক্ষে বোরহানউদ্দিনের নারী ঝুমা মিত্রের সংগ্রাম।।লালমোহন বিডিনিউজ
মেয়েদের উচ্চ-শিক্ষিত করার লক্ষে বোরহানউদ্দিনের নারী ঝুমা মিত্রের সংগ্রাম।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা ভোলা : শত দুঃখ কষ্টের মাঝেও নিজের স্বপ্ন পূরণের জন্য জীবন যুদ্ধো চালিয়ে যাচ্ছেন ভোলার বাবা, মা ও স্বামী হাড়া নারী ঝুমা মিত্র। পেট ভড়ে খাবার কিংবা বিলাস বহুল জীবন নয় মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য জীবন যুদ্ধে নেমেছে এ নারীর। সামান্ন রাস্তায় মাটি কাটার কাজ করে নিজের স্বপ্ন পূরণ করতে চাইলেও অসহায়ত্ব বার বার বাঁধা হয়ে দাড়াঁলেও তবুও হাড় মানছেন না তিনি। ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ এলাকার সিউ বাড়িতে মৃত নিতাই মিত্রের স্ত্রী ঝুমা মিত্র দুই মেয়েকে নিয়ে বসবাস । ছোট বেলাই হাড়ায় বাবাকে। তাকে বিয়ে দিতে অনেক কষ্ট করতে হয়ে তার মাকে। বিয়ের কয়েক বছর পর সড়ক দুর্ঘটনায় মাকেও হাড়ান। এরপর আবারও ঝড় বয়ে যায় জীবনে । ২০০৮ সালের দিকে স্বামী নিতাই মিত্রকেও হাড়ান তিনি। স্বামীর মৃত্যুর পর বড় মেয়ে শিখা ও ছোট মেয়ে রথি এ দুই মেয়েকে নিয়ে শুরু হয় তার জীবন যুদ্ধো। ঝুমা মিত্র জানান, স্বামীর চিকিৎসার জন্য জমি-জমা ও বসত ভিটা বিক্রি করতে হয়। স্বামীর মৃত্যুর পর দিশেহাড়া হয়ে পরে ঝুমা মিত্র। সব হারিয়ে দেবরের একটি ঘরে আশ্রয় হয় তাদের। সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নেমে পরেন রাস্তার মাটি কাটার কাজসহ বিভিন্ন কাজে। তবুও দু’ বেলা দু’ মুঠো খাবারও জুটছেনা তাদের। অনেক কষ্টের মাঝেও বড় মেয়ে প্রতিবন্ধি শিখা ও ছোট মেয়ে রথির পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। শিখা বোরহানউদ্দিন আব্দুল জব্বার মাহাবিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের সমাজকর্মের ছাত্র ও ছোট মেয়ে রথি কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। ঝুমা মিত্রের প্রতিবন্ধি বড় মেয়ে শিখা মিত্রের স্বপ্ন স্কুল শিক্ষিকা হয়ে মায়ের সব কষ্ট দুর করবে। এছাড়াও দরিদ্রের পাসে দাড়াবে। এছাড়াও অনেক পড়াশুনা করে বড় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন রয়েছে ছোট মেয়ে রথিও। ঝুমা মিত্র বিধবা ভাতা ও প্রতিবন্ধি মেয়ে শিখা পাচ্ছে প্রতিবন্ধি ভাতা পেলেও তা সামন্ন। পড়াশুনা তো দুরের কথা তাতেও দু’ বেলা দু’ মুঠো খাবার জুটছেনা। মেয়েদের পড়াশুনা করার জন্য সরকারিভাবে সহযোগিতা ও বসবাস করার জন্য একটি ঘরের দাবি ঝুমা মিত্রের। তবে, তাদের পাসে থেকে স্বপ্ন পূরণের জন্য সহযোগিতার আস্বাস দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দ্দুস। এদিকে, একটি বেসরকারি এনজিও কোস্ট ট্রস্ট মুরগীর খামার করার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন।