শুক্রবার, ২০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় আ’লীগ সভাপতির জিম্মায় জামিন পেলেন বিএনপি’র সাবেক সম্পাদক, জনমনে প্রতিক্রিয়া
মনপুরায় আ’লীগ সভাপতির জিম্মায় জামিন পেলেন বিএনপি’র সাবেক সম্পাদক, জনমনে প্রতিক্রিয়া
লালমোহন বিডিনিউজ ,মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় আওয়ামীলীগ সভাপতি মিসেস শেলিনা আক্তার চৌধুরীর জিম্মায় জামিনে মুক্ত হলেন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আব্দুল মন্নান হাওলাদার। সি. আর-৮৭/১৫ নং মামলার লিখিত জামিননামা সূত্রে এই তথ্য জানা যায়। উক্ত জামিনের ঘটনা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জনসাধারনের মনে প্রশ্ন হচ্ছে, আওয়ামীলীগ সভাপতি কি বিএনপি হয়ে গেলেন নাকি বিএনপি’র সাবেক সম্পাদক আওয়ামীলীগে যোগ দিলেন?
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিকেল ৩ টায় বাড়ি ফেরার পথে উপজেলার হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ও হাজীর হাট ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মাষ্টারের উপর হামলা চালানো হয়। ২ নভেম্বর আনোয়ার হোসেন মাস্টার বাদী হয়ে মনপুরা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। উক্ত হামলা মামলায় বিজ্ঞ আদালত প্রথম ৩ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। ৯ নভেম্বর আসামীরা আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক আব্দুল মন্নান হাওলাদার, তার ছোট ভাই হোসেন ও সহযোগী হেলালকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ভোলা জেলা জেল-হাজতে প্রেরন করেন।
পরে ১২ নভেম্বর মনপুরা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আসামীদের পক্ষে ফের জামিন আবেদন করলে বাদীপক্ষের আইনজীবী শান্তি ভঙ্গের কারন দেখিয়ে আপত্তি জানায়। বিজ্ঞ আদালত বাদী-বিবাদী উভয় পক্ষের দীর্ঘ শুনানীর পর সন্তুষ্ট হয়ে আবেদনের প্রেক্ষিতে আসামীরা আইন শৃঙ্খলা ভঙ্গ না করা ও ২৪/১১/১৫ ইং তারিখে উপস্থিত করার শর্তে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আক্তার চৌধুরীর জিম্মাদারিত্বে জামিন আবেদন মঞ্জুর করেন।