
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের ৭ ইউনিয়নে কৃষকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহনের ৭ ইউনিয়নে কৃষকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা || লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ৭ টি ইউনিয়নে বাংলাদেশ কৃষকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষকলীগ লালমোহন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেস বকশি ও সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউনিয়নগুলো হলো : বদরপুর, ধলীগৌরনগর, চরভূতা, ফরাজগঞ্জ, পশ্চিম চরউমেদ, রমাগঞ্জ ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন। একইসাথে এসব ইউনিয়নে নতুন কমিটি গঠনের লক্ষে আগ্রহী প্রার্থীদের কে উপজেলা কমিটি বরাবর জীবন বৃত্তান্ত প্রেরণ করতে বলা হয়েছে।
ইউনিয়নগুলোর কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে তৃনমুল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কে বেগবান করার লক্ষে এবং জাতির পিতার কন্যা ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের হাতকে শক্তিশালী করে নৌকার বিজয় সুনিশ্চিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কমিটিতে পরীক্ষীত ও জাতির পিতার আদর্শে অনুপ্রাণিতদেরকে সুযোগ দিয়ে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ কৃষকলীগকে বেগবান করা হবে বলেও জানান বাংলাদেশ কৃষকলীগ লালমোহন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেস বকশি ও সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ।