শনিবার, ২৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় || লালমোহন বিডিনিউজ
লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” স্লোগানে ভোলার লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকালে লালমোহন অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে সভায় জাতীয় মৎস্য সপ্তাহ’র প্রথমদিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও মাছ চাষে উদ্বুদ্বকরণে প্রচার-প্রচারণা, দ্বিতীয় দিনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, তৃতীয় দিনে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীদের প্রশিক্ষণসহ সপ্তাহের নানাবিধ কর্মপরিকল্পনাগুলো তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন, মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ, প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মাহমুদ হাসান লিটন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক সালাম সেন্টুসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।